ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পথচারী নিহত

এফনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:১০ এএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পথচারী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে এক্সপ্রেসওয়েতে দ্রুতগামী বাসের ধাক্কায় জসিম হাওলাদার (৪১) নামের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় ফরিদপুরগামী শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় ওই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সাথে থাকা এক ছেলে আহত হন। নিহতের বাড়ী শরীয়তপুর সদর উপজেলার চরযাদবপুর গ্রামে। পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো.জাকির হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের সাথে থাকা তার ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় বাস চালক ও হেলপার পালিয়ে গেলেও শ্যামলী পরিবহনের ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে