তালায় স্বামীর মৃত্যুর খবর সইতে না পেরে স্ত্রীর মৃত্যু

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৩ এএম
তালায় স্বামীর মৃত্যুর খবর সইতে না পেরে স্ত্রীর মৃত্যু

সাতক্ষীরার তালায় প্রাণপ্রিয় স্বামীর মৃত্যুর খবর সইতে না পেরে স্ত্রী স্বর্ণলতা দাশ মৃত্যু বরণ করেছেন। স্বামীর মৃত্যুর কিছুক্ষণ পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যু হয়। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার লক্ষ্মণপুর গ্রামে তাদের মৃত্যু হলে মঙ্গলবার দুপুরে তাদের একত্রে শ্মশানে দাহ করা হয়।

লক্ষ্মণপুর গ্রামের উন্নয়ন কর্মী মিলন দাস জানান, গ্রামের কানাই চন্দ্র দাস (৭০) দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। কিন্তু পথিমধ্যে মির্জাপুর বাজার এলাকায় পৌছলে তিনি মৃত্যুবরণ করেন। এঘটনার ১০মিনিট পর স্বামীর মৃত্যুর খবর সইতে না পেরে স্ত্রী স্বর্ণলতা দাস হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান।

প্রতিবেশি মার্ক সরকার জানান, কানাই দাস ও স্বর্ণলতা দাস দম্পতির সুখী সংসার ছিল। তাদের ঘরে ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মির্জাপুর শ্মশানে স্বামী ও স্ত্রীকে দাহ করা হয়। স্বামী ও স্ত্রী’র একই সাথে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে