বেগমগঞ্জে এক ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যানের বাড়ীতে ডাকাতির তিন দিন হলে ও মালামাল উদ্ধার হয়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনাটি (১৫ ডিসেম্বর) রবিবার রাতে আলাইয়ারপুর ইউনিয়নের হীরাপুর পাটোয়ারী বাড়ীতে ঘটেছে।
ভুক্তভোগী প্যানেল চেয়ারম্যান আবদুল কাদের বলেন, আমি আমার পরিবার সহ চিকিৎসা ও অন্য কাজের জন্য ঢাকায় ছিলাম। এই সুযোগে একদল ডাকাত রবিবার রাতে বাড়ীতে ঢুকে ঘরের দরজা ভেঙ্গে স্বর্ণালংকার সহ সাত লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। থানায় খবর দিলে পরদিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। তবে তিন দিনেও মালামাল উদ্ধার এবং কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
স্থানীয় চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাটোয়ারী বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল কাদের স্ব-পরিবার সহ চিকিৎসা ও অন্য কাজের জন্য ঢাকায় ছিল। এই সুযোগে তার ঘরে ডাকাতরা মালামাল লুট করে নিয়ে যায়। কি পরিমান মালামাল নিয়েছে তা আমার জানা নাই। বেগমন মডেল থানার এস আই বখতিয়ার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি বলেন, ঘটনাটি মূলত ডাকাতি নয়, এটাকে দুর্র্ধষ চুরি বলতে হবে। ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত সংগ্রহ করেছি। বাদীকে ঢাকা থেকে এসে থানায় মামলা দায়ের করার জন্য বলা হয়েছে।বেগম স্থানে এসআই এরপর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য গত ৩/৪ মাস ধরে আলাইয়ারপুর ইউনিয়ন ও বেগমগঞ্জ উপজেলায় চুরি, ডাকাতি, খুন, দখলদারি, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া সহ অপরাধ মূলক কর্মকান্ড বৃদ্ধিতে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে।