সরাইলে পার্টনার কংগ্রেস-২০২৫ কর্মশালা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৪:৩৪ পিএম
সরাইলে পার্টনার কংগ্রেস-২০২৫ কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রূরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্লেনরশিপ ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৫ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের অডিটোরিয়ামে স্থানীয় কৃষি অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় গোটা উপজেলার ৭০ জন কৃষক ছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার আরো ৩৬ জন সহ মোট ১০৬ জন অংশ গ্রহন করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন। সরাইল উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা নারগিছ আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন ও সরাইল সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল গঠন করে সফল হওয়ার পদ্ধতি ও নির্দেশনা দেয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকরা সংগঠিত হয়ে স্বাবলম্বি ও আত্মসামাজিক উন্নয়ন সাধন করতে পারবেন।

আপনার জেলার সংবাদ পড়তে