টঙ্গীতে বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

এফএনএস (মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি) : : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৯ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
টঙ্গীতে বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

গাজীপুরের টঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব সফিউদ্দিন সরকার একাডেমী রোডে গাসিক ৫৪নং ওয়ার্ড বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাজী মাহাবুবুল আলম শুক্কুর। ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, জাহাঙ্গীর আলম, শান্তাহার আলী শান্ত, আমিনুর রহমান মধু, শাহিনুর রহমান শাহিন। এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, শেখ মোহাম্মদ সুমন, জসিম উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, আতিকুর রহমান আতিক, রেদওয়ানুর রহমান প্রত্যয়বেপারি, মীর মোশাররফ হোসেন মনির, মোস্তাফিজুর রহমান ও এডভোকেট আরাফাত চৌধুরী লিটু প্রমুখ। এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে