রোমাঞ্চকর শেষের অপেক্ষায় অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির হেডিংলি টেস্ট। জয়ের জন্য শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫০ রান, ভারতের চাই ১০ উইকেট। গতকাল সোমবার চতুর্থ দিনে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৩৬৪ রানে। ফলে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৩৭১ রানের। শেষ বিকেলে খেলতে নেমে কোন উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে স্বাগতিকরা। শেষ দিকে ম্যাচ জিততে ইংল্যান্ডের চাই ৩৫০ রান, ভারতের ১০ উইকেট। দুই দলই আগ্রাসী ঘরানার হওয়ায় বৃষ্টি না হলে ফল হওয়া ভীষণ সম্ভাবনাই বেশি। প্রথম ইনিংসে ভারতের ৪৭১ রানের জবাবে ইংল্যান্ড ৪৬৫ রান করেছিল। এরপর ভারত দ্বিতীয় ইনিংসে ৩৬৪ রান যোগ করে ইংল্যান্ডকে কঠিন লক্ষ্যে দেয়। বিনা উইকেটে ২১ রান তুলে চতুর্থ দিন শেষ করে ব্যবধানটা ৩৫০ রানে নামিয়ে এনেছে ইংল্যান্ড।