রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিনদিন ব্যাপী ফল মেলা ২০২৫, উদ্বোধন করা হয়েছে। ২৪ জুন সকলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল মেলার উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান।
উদ্বোধন শেষে উপজেলা কৃষি প্রশিক্ষণ কমপ্লেক্স রুমে, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির 'বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্কাফিজুর রহমান ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য এ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মানোবেন্দ্র মজুমদার, জেলা কৃষি বিপনন কর্মকর্তা নাইম আহমেদ। এসময় উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন এলাকার কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন।