ইনজুরিতে ছিটকে গেলেন হ্যাজলউড

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৭ এএম : | আপডেট: ১৬ মার্চ, ২০২৫, ০৭:৩৯ পিএম
ইনজুরিতে ছিটকে গেলেন হ্যাজলউড

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে আর খেলা হচ্ছে না জশ হ্যাজলউডের। চোট কাটিয়ে মাঠে ফিরে আবারও চোটে পড়েছেন এই অজি পেসার। ব্রিসবেন টেস্টে চলাকালেই মাঠে অস্বস্তি অনুভব করেন তিনি। পরবর্তী জানা গেছে, এই সিরিজে আর খেলা হচ্ছে না তার। কাফ-মাসলে টান পড়েছে হ্যাজলউডের। ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে শুরু থেকেই হ্যাজলউডের অস্বস্তি ছিল স্পষ্টখেলা শুরুর আগেও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও ফিজিও নিক জোন্সের সঙ্গে কথা বলেছেন তিনি। চতুর্থ দিনে মাত্র এক ওভার বোলিং করেন এই পেসার। ওভার শেষে অধিনায়ক, ফিজিওর সাথে আলোচনা করে মাঠ ছাড়েন হ্যাজলউড এরপর তার স্ক্যান করানো হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানায়, দিনের শুরুতে গা গরমের সময় কাফ মাসলে টান লেগেছে হ্যাজলউডের। আরো জানানো হয়েছে, টেস্ট সিরিজের বাকিটুকুতে তাকে পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং একজন বিকল্প দলে যোগ করা হবে। এর আগে চলমান সিরিজের প্রথম টেস্টের পর চোটে পড়েন হ্যাজলউড। সাইড স্ট্রেইনের চোটে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। তার পরিবর্তে খেলেছিলেন স্কট বোল্যান্ড। হ্যাজলউড না থাকায় আবারও দলে সুযোগ পেতে পারেন তিনি। সাম্প্রতিক সময়ে চোটমুক্ত থাকলেও ২০২১-২২ অ্যাশেজ থেকে এই পর্যন্ত অস্ট্রেলিয়ার ৩৫ টেস্টের ১৮টিতেই চোটের কারণে বাইরে ছিলেন হ্যাজলউড। হ্যাজলউড বল না করলেও কামিন্স-স্টার্ক দারুণ বোলিংয়ে বৃষ্টিবিঘ্নিত দিনশেষে ভারতের নয় উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এখনও ১৯৩ রানে পিছিয়ে সফরকারীরা।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW