উপস্থিত বুদ্ধিমত্তায় অপহরণকারীদের কবল থেকে রক্ষা ফেল সেনবাগ অপহৃত তিন মাদ্রাসা ছাত্রী লামিয়া, আনিশা, আরিফা। জানাগেছে, সোমবার (২৩ জুন) দুপুর সোয়া ১২টার সময় সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া মোহাম্মাদিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের তিন মাদ্রাসা ছাত্রী ময়লা ফেলার জন্য মাদ্র্যাসা সংলগ্ন খাল পাড়ে গেলে অজ্ঞাত সিএনজি চালিত অটোরিকশা যোগে কয়েকজন অপহরণকারী ছাত্রীদের নাকে মুখে স্প্রে ছিটিয়ে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘ ক্ষনেও ছাত্রীরা মাদ্রসায় ফিরে না আসায় মাদ্রাসা কতৃপক্ষ ছাত্রীদের বাড়িতে খোঁজ নিতে গেলে বিষয়টি জানাজানি হয়। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকদের পক্ষ থেকে মাইক দিয়ে চারিদিকে তিন ছাত্রীর নিখোঁজের সংবাদ প্রচারনা করে এবং সামাজিক যোগযোগ মাধ্যম ফেজবুকে প্রচারণা চালায়। বিষয়টি সেনবাগে দারুন চাঞ্চল্যর সৃষ্ঠি করে। অপহ্রণকারী সিএনজি যোগে তিন মাদ্রাসা ছাত্রীকে সেনবাগ থেকে কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জে নিয়ে যায়। এক পর্যায়ে রাত ৮টার দিকে অপহরণকারীরা সিএনজি অটোরিকশা থামিয়ে দোকানে চা-সিগারেট খাওয়ার জন্য যায়। এরেই মধ্যে অপহৃত মাদ্রাসা ছাত্রীদের জ্ঞান ফিরে এলে তারা তাৎক্ষনিক সিএনজি চালিত অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে একটি দোকানে গিয়ে দোকনদারকে বিষয়টি বলে এবং দোকানদারের মোবাইল ফোন থেকে অপহৃতদের মধ্যে একজন লামিয়া তার মায়ের ফোনে কল করে বিষয়টি অবহিত করে। এরপর সোমবার রাত সাড়ে ১০টার সময় সেনবাগ থেকে অভিভাবকরা ঘটনাস্থালে গিয়ে অপহৃতদের উদ্ধার করে নিয়ে আসে।
উপস্থিত বুদ্ধিমত্তায় অপহরণ কারীদের কবল থেকে উদ্ধার হওয়া তিন ছাত্রী হচ্ছে ঃ সেনবাগ উপজেলার দক্ষিণ মানিকপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে লামিয়া আকাতা (১০),বাতাকান্দি গ্রামের আবু তাহেরের মেয়ে আনিশা আক্তার (১০) ও দড়ি গোরকাটা গ্রামের উম্মে হাফসা আরিফা (১১)।