অভয়নগরে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সাথে সভা

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৮:২৮ পিএম
অভয়নগরে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সাথে সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের অভয়নগর উপজেলা শাখার আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলার সার্বিক সমস্যা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গবার বিকালে আমরা দুর্নীতিমুক্ত প্রশান্ত নওয়াপাড়া ইনস্টিটিউট হল রুমে উপজেলার আমীর অধ্যাপক সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল। অনুষ্ঠানে উলামা বিভাগের সভাপতি মাওলনা ওলিউল্লাহ বরকতীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মশিউর রহমান,  উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মহিউল ইসলাম, পৌর শাখার আমীর মাওলানা আলতাফ হোসেন, প্রচার সম্পাদক শরীফ বেলাল হোসেন, শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জহুর ইসলাম। মত বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বলেন, সংস্কার করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন জনগনের দাবী। জনগনের এই প্রত্যাশার সাথে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। দূর্নীতিগ্রস্থ রাষ্ট্র  প্রশাসনকে দূর্নীতি মুক্ত করে জনগনের জবাবদিহিতার একটি রাষ্ট্র গড়তে চাই।

আপনার জেলার সংবাদ পড়তে