কাহারোলে শ্রমিক কল্যাণ ফেডারেশন শাখার সম্মেলন

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ১০:১৫ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
কাহারোলে শ্রমিক কল্যাণ ফেডারেশন শাখার সম্মেলন

কাহারোল উপজেলার ফাজিল মাদ্রাসার হলরুমে ১৭ ডিসেম্বর বিকালে ফাজিল মাদ্রাসা হলরুমে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা জেলা শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর জেলার কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম খোকন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি হাদিউজ্জামান হাদি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ পরিবর্তনের ইসলামের অনুসরণ করতে হবে। সভ্যতা গড়ার মূল কারিগর হচ্ছেন শ্রমিক, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। ইসলামিক শ্রমনীতি বাস্তবায়ন হলে শ্রমিকেরা তাদের অধিকার ফিরে পাবে। দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ২০২৫-২০২৬ সেশনের জন্য নব নির্বাচিত সভাপতি মোঃ শফিকুল ইসলাম এবং সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম সহ ৭ সদস্য বিশিষ্ট কার্যকারি কমিটিকে শপথ পড়ান জেলা সভাপতি। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাও: মোঃ তরিকুল ইসলাম, উপদেষ্টা মাও: আব্দুর রাজ্জাক, উপজেলা চাতাল শ্রমিক ট্রেডের সহ-সভাপতি মতিয়ার রহমান মতি প্রমুখ। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে