চাঁদপুরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কেক তৈরি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৪, ১০:২৯ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
চাঁদপুরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কেক তৈরি

চাঁদপুর সদরের চান্দ্রা বাজারে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত কেক তৈরিসহ একাধিক অভিযোগে ২টি  বেকারী প্রতিষ্ঠান মালিকসহ তিনজনকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদপ্তরের টিম। ২৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা ভোক্তা কর্মকর্তা নূর হোসেন রুবেল। তিনি বলেন, চান্দ্রা বাজারের সিটি বেকারিতে ২৮ নভেম্বরে উৎপাদিত পণ্যের উৎপাদন তারিখ দেয়া হয়েছে ২৯ নভেম্বর। এছাড়াও অন্যের নামে প্যাকেটজাতকরণ, বিএসটিআই এর অনুমোদন ছাড়া কেক তৈরিসহ একাধিক অভিযোগের সত্যতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে চান্দ্রা বাজারের সোয়াইব বেকারিতেও মেয়াদ থাকা অবস্থার পরেও কেকে ছত্রাক পড়া, বেকারি পণ্যে তারিখ না দেয়া এবং বেকারিটির বিএসটিআই এর অনুমোদন না থাকার কারনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, ঐ বাজারেই মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ও প্রাইসলেস ঔষধ পাওয়ায় ইসলামিয়া ফার্মেসিকে একই আইনে  ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিন সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদরের সহকারী কমিশনার ভূমি ইমরান হোসেন। এসময় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সার্বিক অভিযানে সহায়তা করে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে