দৌলতপুরে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪২ এএম
দৌলতপুরে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

দৌলতপুরে এক ব্যবসায়ীকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন বলে উপজেলা কৃষকদলের নবগঠিত আহবায়ক আরিফুল ইসলাম নান্নুর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীর নাম মকলেচুর রহমান। তিনি দৌলতপুর হাসপাতাল রোড এলাকার ব্যবসায়ী। এ বিষয়ে উপজেলা কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টারের বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় দৌলতপুর থানায় সাধারন ডায়েরী করেছেন ব্যবসায়ী মকলেচুর রহমান। সাধারন ডায়েরীতে উল্লেখ করা হয়, উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের আবু তালেবের ছেলে ব্যবসায়ী মকলেচুর রহমান আরিফুল ইসলাম নান্নুর নিকট থেকে ২০০৯ সালে দৌলতপুর হাসপাতাল রোডে একটি দোকানসহ পজিশন ক্রয় করে অদ্যবদি ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার মকলেচুর রহমানের দোকানের সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেন। পরিস্থিতি বেগতিক দেখে ব্যবসায়ী মকলেচুর রহমান সেখান থেকে ভয়ে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করেন। পরে গত মঙ্গলবার ১৭ দৌলতপুর থানায় সাধারন ডায়েরী করেন মকলেচুর রহমান। উল্লেখ্য, আরিফুল ইসলাম নান্নু মাষ্টার সম্প্রতি উপজেলা কৃষকদলের আহবায়ক মনোনিত হয়। ওই কমিটিতে কিতাব আলী নামে এক আওয়ামীলীগ কর্মীকে টাকার বিনিময়ে পদ বিক্রি করেছেন বলেও আরিফুল ইসলাম নান্নু মাষ্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে