সাপাহারে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ বাবুল আকতার; সাপাহার, নওগাঁ) : : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:২৫ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
সাপাহারে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নওগাঁর  সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি  ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর  উপজেলার শিরন্টি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির  আয়োজনে  বিকাল সাড়ে ৪ টায় সীমান্তবর্তী গোপালপুর মাদরাসা  মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী সদস্য ও নওগাঁ -১ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী জননেতা মাহমুদুস সালেহীন। তিনি আনুষ্ঠানিক ভাবে খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ও কারা নির্যাতিত নেতা দীঘিরহাট কলেজের সহযোগি অধ্যাপক মোকলেসুর রহমান মুকুল,মহাদেবপুর উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট,  উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু,জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সাহনাজ বেগম,সাধারণ সম্পাদক আফরোজা বেগম ঝর্ণা,শিরন্টী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন,রুহুল আমিন সরকার,সাবেক ছাত্রদল নেতা প্রভাষক জুয়েল হক,গোয়ালা ইউনিয়ন সভাপতি জালাল উদ্দিন, আইহাই ইউনিয়ন সভাপতি ইব্রাহিম হোসেন,পাতাড়ী ইউনিয়ন সভাপতি আনিসুর রহমান,বদিউজ্জামান স্বপন,প্রভাষক আব্দুল্লাহ আল মামুন,ছাত্রদল নেতা সোহেল রানা,ওয়ার্ড সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারন সম্পাদক মোঃ দুরুল হোদা।খেলা পরিচালনার সার্বিক দায়িত্ব পালন  করেন ছাত্রদলের সাবেক সিনিয়র নেতা আব্দুর রাকিব। সভাপতিত্ব করেন উক্ত টুর্নামেন্ট সভাপতি সামশুজ্জামান আপেল, পুরো সময় জুড়ে খেলার ধারাভাষ্যে ছিলেন মহাদেবপুর সরকারী মহিলা কলেজ প্রভাষক মনিরুজ্জামান মনির,খেলায় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত খেলায় জয়পুরহাট ফুটবল একাদশ কে ২- ০ গোলে হারিয়ে  মহাদেবপুর উপজেলা ফিউচার ফুটবল একাডেমী বিজয়ী হয়। খেলা শেষে মেন অফদা ম্যাচ হিসেবে ভালো খেলোয়াড়,রেফারী, ধারাভাষ্যকার,কোচ ও অধিনায়ক,আগত সুধীজন সহ দুই দলকে পুরস্কৃত করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে