সৈয়দপুরে তৈরি হল কম্পিউটার কোচ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৪ এএম
সৈয়দপুরে তৈরি হল কম্পিউটার কোচ

ঢাকা-জয়দেবপুর রুটে রেলওয়ে গণপরিবহন সুবিধা বাড়াতে কমিউটার ট্রেন চালু হচ্ছে। মাত্র এক ঘণ্টাতেই জয়দেবপুর থেকে ছেড়ে পৌঁছে যাবে ঢাকায়। আর মেট্রো রেলের আদলে ওই ট্রেনটির জন্য প্রয়োজনীয় কোচ মাত্র ১৫ দিনে পুননির্মাণ হয়েছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায়। ১৪ ডিসেম্বর ঢাকায় রেলওয়ের পরিবহন বিভাগে ৮টি কোচ হস্তান্তর করা হয়েছে। সূত্র জানায়,গত ১৫ দিন ধরে পুরাতন জরাজীর্ণ ৮টি কোচকে নতুন রুপে পুননির্মাণ করা হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। কারখানার ক্যারেজ শপে ও জেনারেল ওভার হোলিং শপে ওই কোচগুলো মেরামত করা হয়। কোচগুলোর পুরাতন আসন বিন্যাস ভেঙে রূপ দেওয়া হয় মেট্রোরেলের মত করে। ফলে কোচগুলোতে অধিক সংখ্যক যাত্রী দাঁড়িয়ে ও বসে যেতে পারবেন। তবে কোচের জানালার পাশে আড়াআড়ি করে দুধারে রয়েছে সিটের ব্যবস্থাও। এ ধরণের ৫টি কোচ যুক্ত হচ্ছে জয়দেবপুর কমিউটার ট্রেনে। বাকি তিনটিতে থাকবে মুখোমুখি আসন ও পাওয়ার কার। সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপের ইনচার্জ উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. মমিনুল ইসলাম জানান, ট্রেনটির ট্রায়াল রান অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ১৬০ কিলোমিটার রান করেছে ট্রেনটি। এসময় কোনো সমস্যা ধরা পড়েনি।   সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কস ম্যানেজার মো.মমতাজুল ইসলাম জানান,সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারী অক্লান্ত পরিশ্রম করে মাত্র ১৫ দিনের মাথায় ওই ট্রেনটি তৈরি করেন। এটি গত ১৪ ডিসেম্বর রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।  সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. মোস্তফা জাকির হাসান বলেন, অত্যন্ত টেকসই ও উন্নতমানের কোচ নির্মাণে কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা সক্ষমতা দেখিয়েছেন। ভবিষ্যতে বিভিন্ন রুটে এ ধরণের কমিউটার ট্রেনের সেবা সম্প্রসারিত করা যেতে পারে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে