মুজিবনগরে ওয়ান শুটারগান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার

এফএনএস (ফারুক আহমেদ, মেহেরপুর) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ০৭:১০ পিএম
মুজিবনগরে ওয়ান শুটারগান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে যৌথবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি বলেন,মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর গ্রামের জাকের গাইনের ছেলে আলম গাইনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে যৌথবাহিনী আলম গাইনের ঘরের সামনে ধানের গোলার ভেতর থেকে একটি ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত আলম গাইন অভিযান শুরুর আগেই পালিয়ে যায়। তবে পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে