পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ০৭:২৬ পিএম
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

দিনাজপুরের হিলিতে ৩ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা। ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর ও দেশী পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।

মঙ্গলবার হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই দেশী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ আছে। ৩ দিন আগে এ বাজারে প্রতি কেজি দেশী পেঁয়াজের দাম ছিল ৪৮-৫০ টাকা। বর্তমানে তা কমে ৪৪-৪৫ টাকায় নেমে এসেছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বেশ কিছু দিন ধরেই দেশী পেঁয়াজ দিয়েই বাজারে ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছিল। চাহিদার তুলনায় সরবরাহ ভালো থাকায় দাম স্থিতিশীল ছিল। তবে মৌসুম শেষের দিকে হওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে মোকাম থেকে অনেক ব্যবসায়ী পেঁয়াজ বাজারে ছাড়ছিলেন না। ফলে দাম কিছুটা বেড়ে গিয়েছিল।’

তিনি আরো বলেন, ‘সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর পাওয়া গেছে। এছাড়া অনেক কৃষক বাজারে পেঁয়াজ ছাড়তে শুরু করেছেন। এতে মোকামে দাম কমে এসেছে। এর আগে মোকামগুলোয় প্রতি মণ পেঁয়াজের দাম ছিল ১ হাজার ৯০০ টাকা। বর্তমানে তা কমে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় নেমে এসেছে।’

আপনার জেলার সংবাদ পড়তে