বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুটুক্তির প্রতিবাদে লাকসামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করা হয়। বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালামের পক্ষে লাকসামে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লাকসাম উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এবং লাকসাম পৌরসভা সাবেক মেয়র আলহাজ মজির আহমদ, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক বেলাল রহমান মজুমদার, যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান মানিক সহ বিভিন্ন নেতৃবৃন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। অপর দিকে সাবেক এমপি মরহুম কর্ণেল (অব:) এম আনোয়ারুল আজিমের একমাত্র মেয়ে সামিরা হোসেন দোলার পক্ষে বিএনপি নেতা হাজী জসিম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। এদিকে সাবেক এমপি মরহুম এড: এটিএম আলমগীরের দ্বিতীয় ভাই সাবেক জনপ্রশাসন সচিব একেএম জাহাঙ্গীর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জিএম ফারুক স্বপন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুটুক্তির প্রতিবাদে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।