বাগমারায় শিক্ষার্থী মাঝে বৃক্ষের চারা বিতরণ করলেন ইউএনও

মো: হেলাল উদ্দীন; বাগমারা, রাজশাহী | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০৪:২৩ পিএম
বাগমারায় শিক্ষার্থী মাঝে বৃক্ষের চারা বিতরণ করলেন ইউএনও
রাজশাহীর বাগমারা ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০০ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ভবানীগন্জ সরকারি বালিকা বিদ্যালয়, ভবানীগন্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং ভবানীগন্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। এ সময় প্রত্যেক ছাত্র-ছাত্রীর হাতে ১টি করে কাঁঠাল গাছের চারা,১ টি করে বেল গাছের চারা,১টি করে নিম গাছের চারা,১ টি করে জাম গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ।
আপনার জেলার সংবাদ পড়তে