কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী ও কটিয়াদীতে ১০৫টি কিন্ডারগার্টেন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের আঞ্চলিকভাবে বৃত্তি পরিক্ষা গতকাল শুক্রবার সকাল ১০ টা থেকে শুরু হয়েছে। আঞ্চলিক বৃত্তি পরিক্ষা প্রায় ৮০০ ক্ষুদে শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করছেন। নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের গ্রীনবার্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও এসোসিয়েশনের কেন্দ্র সচিব মোঃ শহিদুর রহমান বলেন, তার উপজেলার ১৪টি কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে তার কেন্দ্রে গ্রীনবার্ড কিন্ডারগার্টেন স্কুল, শফি মেমোরিয়াল স্কুল, আঠারো বাড়িয়া আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল, দি মর্র্নিং সান স্কুল, মর্নিং সান, ধারিশ্বর মডেল একাডেমি ও ইউসুফ সাদী কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পরিক্ষা দিচ্ছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এইবছর এই উপজেলায় পরিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে গেছে। পরিক্ষা পরিবেশন করেন, আঞ্চলিক কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক আবু মোহাম্মদ আশরাফ উদৌলা, বাজিতপুর উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ সারোয়ার আলম।