শিক্ষার গুণগত মানোন্নয়নে পার্বতীপুরে অভিভাবক সমাবেশ

এফএনএস (সোহেল সানী, পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৮:১৫ পিএম
শিক্ষার গুণগত মানোন্নয়নে পার্বতীপুরে অভিভাবক সমাবেশ

প্রথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বিদ্যালয় চত্তরে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে  প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: মতিয়ার রহমান নিউটন বলেন, শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট ব্যবহার করছে কিনা। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। অভিভাবকদের খেয়াল রাখতে বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা। শিক্ষার্থীদের বিষয়ে স্কুল কর্তৃপক্ষের নিকট অভিভাবকদের খবরাখবর নেয়ার বিষয়ে আহ্বান জানান। অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন আব্দুল হাদি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা খাতুন, নুরুল মজিদ সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষক মো: মোশারফ হোসেন, দাতা সদস্য আব্দুল মুসা, মোজাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, সহকারি শিক্ষক মাহামুদুন নবী ও জসিম উল ইসলাম প্রমুখ। পরে, প্রধান অতিথি প্রথম প্রান্তিক মূল্যায়ন কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে পুরস্কার তুলে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে