ডমলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির বোতল বিতরণ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ০২:২৬ পিএম
ডমলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির বোতল বিতরণ

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান একজন স্বচ্ছ মনের মানুষ। তিনি ডিমলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বিতরণ করলেন স্কুল ব্যাগ,টিফিন বক্স এবং পানির বোতল।

 ওই সকল উপকরণ দেয়া হয়।উপজেলার প্রান্তিক পর্যায়ের দরিদ্র পরিবারের ৪শ শিক্ষার্থীকে। এতে অর্থ সহায়তা ছিল জেলা পরিষদ,নীলফামারীর। 

 উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান,সহকারী কমিশনার (ভূমি) ফারজানা রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন,আমাদের শিশুরা আমাদের ভবিষ্যত,পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করে তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে,তবেই সমাজ ও দেশ বদলে যাবে।

এরপর তিনি প্রতিবন্ধী ও প্রতিবন্ধীতার ঝুকিতে থাকা মানুষদেরকে হুইল চেয়ার ও গরীব কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।  এছাড়াও, তিনি ডিমলা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনসহ জেলা প্রশাসনের অভিনব উদ্যোগ 'হিমোগ্লোবিন' এর ব্লাড ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে