ক্ষুদ্ধ এলাকাবাসী

পীরগাছায় দুই ভাইয়ের দ্বন্দে বিএনপিকে নিয়ে অপপ্রচার

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ০৩:৪৬ পিএম
পীরগাছায় দুই ভাইয়ের দ্বন্দে বিএনপিকে নিয়ে অপপ্রচার

রংপুরের পীরগাছা উপজেলার রহমতের চর এলাকায় জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দের ঘটনা বিএনপিকে নিয়ে অপপ্রচারে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বিএনপি ও এলাকাবাসী। বসত বাড়ির জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে আওয়ামীলীগ কর্মী শফিকুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের চাঁপে ফেলতে এ ধরনের অপপ্রচার চালান বলে অভিযোগ করছেন রহমতের চর এলাকার শতাধিক বাসিন্দা। তাঁরা প্রকৃত ঘটনা আড়াঁল করে এমন অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান। শুক্রবার সরেজমিনে গেলে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। 

স্থানীয়রা জানান, ওই এলাকার মৃত রমজান আলীর স্ত্রী রহিমা বেগম, বড় ছেলে রইচ উদ্দিন ও ছোট ছেলে শফিকুল ইসলাম বিগত ২০০০ সালে প্রতিবেশি তৈয়ব হোসেন ও তসলিমা বেগমের নিকট থেকে সাড়ে ২১ শতক জমি ক্রয় করেন। এরপর ছোট ভাই শফিকুল ইসলাম তার নিজের অংশ ২০১২ সালে বড় ভাই রইচ উদ্দিনের নিকট বিক্রি করেন এবং বড় ভাইয়ের জমিতে বসবাস করতে থাকেন। এদিকে মৃত রমজান আলীর স্ত্রী রহিমা বেগম সম্প্রতি তাঁর অংশের জমি কৌশলে ছেলে শফিকুল ইসলামকে ৪.৬৬ শতক এবং অপর ছেলে রাশেদুল ইসলামকে ২ শতক জমি লিখে দেয়। রাশেদুল ইসলামও তাঁর ২ শতক জমি রইচ উদ্দিনের নিকট বিক্রি করে। এদিকে ২০০০ সালের জমিতে কোন সাইট উল্লেখ না থাকলেও বিধবা রহিমা বেগম রাস্তার সাইট উল্লেখ করে শফিকুল ইসলামকে লিখে দিলে বাঁধে বিপত্তি। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ-মামলা-মোকাদ্দমা চলে আসছিলো। এ নিয়ে একাধিক শালিস বৈঠক হলেও শফিকুল ইসলামের কারণে সব ভেস্তে যায়। সম্প্রতি রইচ উদ্দিন ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে জমি পরিমাপ করে তাঁর জমিতে টিনের বেড়া দেন। এটিকে কেন্দ্র করে শফিকুল ইসলাম তাঁর বড় ভাই-ভাতিজাদের নামে মামলা দায়ের করেন এবং বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালাতে থাকেন। 


স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, শফিকুল ইসলাম একটি ছোট ঘটনাকে বড় করে তুলছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ সৃষ্টি করে বিএনপিকে জড়াচ্ছে। সে নিজেও বিচার মানেন না। আবার বড় ভাই ওয়ার্ড বিএনপিরসাধারন সম্পাদক হওয়ায় তাঁেক নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দা আবু বক্কর, আবুল হোসেন, লাল মিয়া, শাহাবুল ইসলাম, ফুলজার রহমান বলেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে শফিকুল। তাঁর নিজস্ব উকিলের নিকট বসে পরামর্শ নেয়া হয়েছে, তাও তিনি মানেন না। গ্রাম্য শালিসও মানেন না। ছোট বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ সৃষ্টি করে দলকে জড়িয়ে ফেলছেন।

জমির মালিক রইচ উদ্দিন বলেন, আমার মা যেটুকু লিখে দিয়েছে, তাছাড়া শফিকুলের কোন জমি নেই। কিন্তু জোরপূর্বক শফিকুল রাস্তার সাইট দখল করে ছিল। আমরা উকিল ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক করে আমার ক্রয় করা জমিতে বেড়া দিয়েছি। অথচ সে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করছে। 

জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, আমরা ভোগদখল সুত্রে সামনের জমির মালিক। তাই আমি মামলা করেছি।

এ ব্যাপারে পীরগাছা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুল ইসলাম ডালেজ বলেন, তাঁরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ। অথচ বিএনপিকে জড়িয়ে ফেলছে। আমরা উভয় পক্ষকে নিয়ে এটা সমাধানের চেষ্টা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে