স্বৈরাচারের দোসররা অতি বিপ্লবী হতে চায় : সোবহান

বরিশালএফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ০৫:২৮ পিএম
স্বৈরাচারের দোসররা অতি বিপ্লবী হতে চায় : সোবহান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, বিগত ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে অমানুষিক নির্যাতনে মৃত্যুর ঝুঁকিতে উপনিত হয়েছিলেন। তিনি গত ১৭ বছর দেশের বাহিরে থেকেও এ দেশের মানুষের মুক্তির জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।

অথচ বিগত স্বৈরাচারের সময়ে নির্বাচনে অংশ নিয়ে অবাধে সভা ও সমাবেশ করা স্বৈরাচারের দোসররা এখন নিজেদেরকে অতি বিপ্লবী হিসেবে প্রমান করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন।

শুক্রবার (১৮ জুলাই) সকালে গৌরনদী উপজেলা যুব ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাজপথে বলিষ্ট ভূমিকা রাখতে হবে।

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করার মধ্যদিয়ে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে দাবি করে নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে একাধিকবার হামলা, মামলার স্বীকার হয়ে কারাবরণ করা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, পতিত স্বৈরাচারের বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে স্বৈরাচারকে দীর্ঘস্থায়ী করার অপ-তৎপরতায় যারা লিপ্ত ছিলো, সেইসব কতিপয় রাজনৈতিক নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তৃণমূল বিএনপির আস্থাভাজন নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, ভোটের অধিকার পূনঃপ্রতিষ্ঠিত হলে ওইসব রাজনৈতিক নেতারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না। এ কারনেই তারা জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। কিন্ত এ দেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম গত ১৫ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। সেকারণে জাতীয় নির্বাচন বাতিলের জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের এসব ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়া হবে না। 

বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরার সভাপতিত্বে গৌরনদী টরকী বন্দরস্থ একটি চাইনিজ রেস্তোরায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে