ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল্লাহ আল আবিরের বাড়িতে জেলা প্রশাসক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ০৫:৪৪ পিএম
ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল্লাহ আল আবিরের বাড়িতে জেলা প্রশাসক

আজ ১৮ জুলাই (শুক্রবার), বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের শহীদ আব্দুল্লাহ আল আবিরের বাড়িতে গমন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।  শহীদের বাড়ির পাশে অবস্থিত মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেন এবং পরে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।  জুমার নামাজ শেষে জেলা প্রশাসক শহীদ আব্দুল্লাহ আল আবিরের কবরের পাশে একটি বকুল গাছের চারা রোপণ করেন শহীদদের স্মরণে।  এ সময় তিনি মসজিদের বারান্দা নির্মাণের জন্য তাৎক্ষণিকভাবে টিন সরবরাহের ঘোষণা দেন।  জেলা প্রশাসক তার বক্তব্যে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহীদ আব্দুল্লাহ আল আবিরসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন-“আল্লাহ যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”  

এ সময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে