দীর্ঘদিনের অবহেলিত হাইমচর সরকারি মহাবিদ্যালয় ডিগ্রি ক্যাম্পাস থেকে হাওলাদার বাজার পর্যন্ত সড়কের গুরুত্বপূর্ণ অংশ স্বেচ্ছা শ্রমের মাধ্যমে মেরামত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাইমচর উপজেলা শাখা। শুক্রবার বিকেলে নীলকমল ওসমানী উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কের বড় একটি গর্ত ভরাট ও মেরামত কাজ সম্পন্ন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি মাওলানা ডা. শফিউল্লাহ ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুলের নেতৃত্বে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নিজ উদ্যোগে এই মেরামত কাজে অংশ নেন।
এ সময় ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল হাসান, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ রিপন হোসেন মুন্সীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।