মহেশপুর সীমান্তে সাড়ে ৩১ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ০১:৫০ পিএম
মহেশপুর সীমান্তে সাড়ে ৩১ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৩১ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে। মেদিনীপুর বিওপি’র সদস্যরা গয়েশপুর কাদাবাগান এলাকায় অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করে।শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানএ তথ্য নিশ্চিত করেন। 

বিজিবি জানিয়েছে,শুক্রবার দুপুর দেড়টার দিকে মহেশপুর বিজিবি ব্যাটেলিয়নের অধীন মেদিনীপুর বিওপি’র নায়েব সুবেদার ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে গয়েশপুর গ্রামের কাদাবাগান এলাকায় একটি মোটর সাইকেলকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এসময় মোটর সাইকেল ফেলে চালক পালিয়ে যায়।

পরে জব্দকৃত মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৬ টাকা ওজন ২৩২ গ্রাম।

আপনার জেলার সংবাদ পড়তে