কয়রায় চাউল আত্মসাৎ করলেন মেম্বার ও আ'লীগ নেতা

কয়রায় চাউল আত্মসাৎ করলেন মেম্বার ও আ'লীগ নেতা : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ০১:৪৯ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
কয়রায় চাউল আত্মসাৎ করলেন মেম্বার ও আ'লীগ নেতা

cলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ আজিজ সরদারের বিরুদ্ধে  হতদারিদ্র তালিকাভুক্ত  হামিদা বেগম নামের এক  মহিলার ভিডব্রিউবি চক্রের (৩০ কেজি কার্ডের) চাউল আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায়  ভুক্তভোগী চাউল উদ্ধার ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে  বৃহস্পতিবার (২৮/১১/২৪) উপজেলা নির্বাহী অফিসারের কাছে  লিখিত অভিযোগ করেছেন। এই নিয়ে এলাকায় মানুষের মাঝে গুনগুন শুরু হয়েছে। সংশ্লিষ্ট লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আমাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা    হামিদা বেগম  হতদরিদ্র মহিলা হিসেবে  ভিডব্রিউবি চক্রের (৩০ কেজি কার্ডের চাউল)  বিধিমোতাবেক  আমি  ২০২৩-২০২৪ অর্থ বছরের তালিকা ভুক্ত হয়। কিন্তু ইউপি সদস্য আঃ আজিজ সরদার আমাদের চাউল প্রদান না করে আমাদের  সম্পূর্ণ অগোচরে তিনি সমূদয় চাউল উওলোন করে আত্মসাৎ করেছেন। আমাদের নামে কোন তালিকা ভুক্ত করা হয়েছে কিনা আমরা ইউপির সদস্যদের কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন তোমাদের নামে কোন ৩০ কেজি চাউলের কার্ডভুক্ত করা হয়নি। পরবর্তীতে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি আমাদের নামে ৩০ কেজি চাউলের কার্ড আছে এবং সেই চাউল ইউপি সদস্য আঃ আজিজ সরদার পরিকল্পিতভাবে আত্মসাৎ করেছেন।  এ বিষয়ে জানতে আমাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ আঃ আজিজ সরদারের কাছে জানতে তার ব্যাবহৃত ০১৯৫৪০৩৮২৪০ নং এ একাধিকবার ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।  কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে