জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাসিরনগরে বৃক্ষরোপণ

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ০৩:৩৭ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাসিরনগরে বৃক্ষরোপণ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে  সারাদেশের ন‍্যায় নাসিরনগরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) সকালে  এই কর্মসূচির অংশ হিসেবে জুলাই  শহীদ হাফেজ ইমরান (মোনায়েল আহমেদ ইমরান) স্মরণে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গণে গাছ লাগানো হয় । উপজেলা প্রশাসন আয়োজিত এ বৃক্ষরোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। তিনি নিজ হাতে একটি চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এসময় শহীদ হাফেজ ইমরানের দাদা মোহাম্মদ রমিজ মিয়া,সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার,উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল চৌধুরী,উপজেলা বন কর্মকর্তা রতন কুমার,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ,প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)মোহাম্মদ আলী,মাওলানা কাজি আবু আহমদ মিয়া,জাতীয় নাগরিক কমিটির(এনসিপি) নাসিরনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মোঃ হাফিজ মিয়াসহ এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ,বিদ‍্যালয় পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন বলেন“শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বার্তা।


আপনার জেলার সংবাদ পড়তে