যতই নির্বাচন ঠেকানোর চেষ্টা করা হোক, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে: দুদু

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ০৪:২৯ পিএম
যতই নির্বাচন ঠেকানোর চেষ্টা করা হোক, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রোববার প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে যোগ দিয়ে বললেন, “দেশি-বিদেশি শক্তি নির্বাচন ঠেকানোর যতো চেষ্টাই করুক না কেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে। নির্বাচন বিলম্বিত হওয়ার অর্থ হলো সবাইকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া।”

‘গত বছর থেকে বড় একটি দেশ তাদের আশীর্বাদপুষ্ট শেখ হাসিনা সে দেশে পালিয়ে যাওয়ার পর দেশটি অবারিতভাবে, অনবরত মিথ্যা কথা সারা বিশ্বে প্রচার করছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে তারা আপত্তিকর কথা-বার্তা বলছে-উল্লেখ করেন বিএনপির এ নেতা।

এসময় বিএনপির হাবিবুর রহমান হাবিব বলেন, ‘যারা রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করছেন, তারা নির্বাচন চান না। লন্ডন বৈঠকের পর মানুষ নির্বাচন প্রসঙ্গে আশ্বস্ত হয়েছিল, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে।’

আপনার জেলার সংবাদ পড়তে