গ্রেপ্তার আতঙ্কে গোপালগঞ্জে স্বাভাবিকতার মাঝেও অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ১১:৫৩ এএম
গ্রেপ্তার আতঙ্কে গোপালগঞ্জে স্বাভাবিকতার মাঝেও অস্থিরতা

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংস ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহারের পর শহরে জনসমাগম বাড়ছে, খুলতে শুরু করেছে দোকানপাট। সোমবার (১৫ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন এলাকায় ওষুধ ও খাবারের দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দেখা গেছে। তবে গ্রেপ্তার আতঙ্কে অনেকেই এখনও দোকান খোলার সাহস পাচ্ছেন না।

শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও জনগণের মনে এখনো চাপা আতঙ্ক বিরাজ করছে। যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালতে উপস্থিতি কম। অনেক অভিভাবক সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

এর আগে বুধবার (১০ জুলাই) এনসিপির পদযাত্রা ও পথসভায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার পর সহিংসতায় রূপ নেয় পরিস্থিতি। সংঘর্ষে নিহত হন ৫ যুবক, আহত হন পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক। এ ঘটনায় দায়ের হয়েছে ৮টি মামলা, যার মধ্যে ৪টি হত্যা মামলা। আসামি করা হয়েছে প্রায় ৮ হাজার ৪শ’ জনকে এবং এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৩১০ জন।

এদিকে এসব গ্রেপ্তারকে ‘গণগ্রেফতার’ বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি রোববার (১৪ জুলাই) সকাল ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিস্থিতি আপাতত স্বাভাবিকের পথে থাকলেও দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে অবিলম্বে ন্যায়বিচার, নিরপেক্ষ তদন্ত এবং গণগ্রেপ্তারের অবসান ঘটাতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে