২০২৫ সালের প্রথম ছয় মাসে ভারতের সিনেমা শিল্পে নজরকাড়া সাফল্য এসেছে। অর্ম্যাক্স মিডিয়ার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতীয় বক্স অফিসে আয় হয়েছে প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা—যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ সময়ে মোট ১৭টি সিনেমা ১০০ কোটির ঘর অতিক্রম করেছে, যেখানে ২০২৪ সালের প্রথমার্ধে এই সংখ্যা ছিল মাত্র ১০টি। সবচেয়ে বেশি আয় করেছে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’, যার আয় ৬৯৩ কোটি রুপি। দ্বিতীয় স্থানে রয়েছে তেলেগু ছবি ‘সংক্রান্তিকি বাস্তুনাম’।
হিন্দি, তেলেগু ও তামিল—এই তিন ভাষার ছবিই আয়ের বড় অংশজুড়ে ছিল। জুন মাসে উল্লেখযোগ্য আয় করেছে ‘সিতারে জমিন পর’, ‘হাউসফুল ৫’, ‘কুবেরা’ এবং ব্র্যাড পিটের হলিউড ফিল্ম ‘এফ১’। শুধু জুন মাসেই আয় ছিল ৯০০ কোটির বেশি।
প্রতিবেদন বলছে, চলতি ধারা বজায় থাকলে ২০২৫ সালে ভারতীয় বক্স অফিসে মোট আয় ১৫ হাজার কোটিতে পৌঁছাতে পারে। তবে, তা নির্ভর করছে দ্বিতীয়ার্ধে মুক্তিপ্রাপ্ত ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’, ‘ওয়ার ২’, ‘কুলি’, ‘অখণ্ড ২’, ‘থামা’ ও ‘ওজি’র বাণিজ্যিক সাফল্যের ওপর।
এই সময়কালে সবচেয়ে বেশি আয় এসেছে হিন্দি সিনেমা থেকে, যা মোট আয়ের ৪০ শতাংশের মতো।