অভিষেকেই দুর্দান্ত ওয়েন, ক্যারিবীয়দের বিপক্ষে দাপুটে জয় অস্ট্রেলিয়ার

স্পোর্টস প্রতিবেদক | প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ০৩:১৪ পিএম
অভিষেকেই দুর্দান্ত ওয়েন, ক্যারিবীয়দের বিপক্ষে দাপুটে জয় অস্ট্রেলিয়ার

টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতেও জয় দিয়ে সূচনা করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকার কিংস্টনে রোববার (২০ জুলাই) অনুষ্ঠিত পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরে বসেছে স্বাগতিকরা। তবে এই ম্যাচের সবচেয়ে বড় গল্প হয়ে উঠেছেন মিচেল ওয়েন—২৩ বছর বয়সী এই তরুণ অভিষেকেই আলো কেড়ে নিলেন।

অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাম লেখানোর দিনই ব্যাট হাতে বিস্ফোরক এক ইনিংস খেলেছেন ওয়েন। ষষ্ঠ নম্বরে নেমে ২৭ বলে ৫০ রানের ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন তিনি, যেখানে ছিল ছয়টি ছক্কা। ওয়েনের এই ইনিংস শুধু ম্যাচ জয়ের পথে বড় অবদানই রাখেনি, তাকে এনে দিয়েছে ম্যাচসেরার স্বীকৃতিও।

প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ এক পর্যায়ে ছিল দারুণ অবস্থানে। মাত্র চার উইকেট হারিয়ে ১৮ ওভার শেষে দলের রান ছিল ১৮৩। চোখ বুজেই ধরা যাচ্ছিল ২০০ পেরোনোর সম্ভাবনা। কিন্তু সেখানেই ধস। বিশেষ করে ১৯তম ওভারে বেন ডোয়ার্শিসের দুর্দান্ত বোলিংয়ে এলোমেলো হয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ওই এক ওভারেই চার বলের ব্যবধানে হারায় তিন উইকেট—রাসেল, রাদারফোর্ড ও হোল্ডার। শেষ ২ ওভারে আসে মাত্র ৬ রান। সব মিলিয়ে ২০ ওভারে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ১৮৯/৮।

ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রস্টন চেইস। তিনে নেমে ৩২ বলে ৬০ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ওপেনার শাই হোপ করেন ৫৫ রান। তবে মিডল অর্ডারে কেউই দাঁড়াতে পারেননি। বিশেষ করে শেষ দিকে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।

অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি পেসার বেন ডোয়ার্শিস। চার ওভারে ৩৬ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট। নাথান এলিস ও শন অ্যাবটেরাও নিয়েছেন একটি করে উইকেট। আর অভিষিক্ত ওয়েন নিজের একমাত্র ওভারেই তুলে নেন হোপের উইকেট।

রান তাড়ায় নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। নবম ওভারে স্কোরবোর্ডে মাত্র ৭৮ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। এমন অবস্থায় হাল ধরেন ক্যামেরন গ্রিন ও মিচেল ওয়েন। দুজন মিলে গড়েন ৮০ রানের দারুণ এক জুটি। গ্রিন ২৬ বলে ৫১ রান করে আউট হন, তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও দুটি চার। এরপর ওয়েনের ঝড়ো ব্যাটিং দলকে এগিয়ে নেয় জয়ের দোরগোড়ায়।

১৭তম ওভারে আলজারি জোসেফকে ছক্কা মেরে ওয়েন ফিফটি পূর্ণ করেন, তবে পরের বলেই ফেরেন বাউন্ডারিতে ধরা পড়ে। তখন জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৫ রান। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

ওয়েনের এই ইনিংস স্মরণীয় হয়ে থাকবে। টি-টোয়েন্টিতে অভিষেকে অস্ট্রেলিয়ার হয়ে ফিফটির কীর্তি ছিল কেবল রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের। এবার সে তালিকায় যুক্ত হল নতুন নাম—মিচেল ওয়েন। সবচেয়ে বেশি ছক্কার তালিকায়ও অভিষেকে ওয়ার্নারকে ছুঁলেন তিনি।

অস্ট্রেলিয়ার মূল একাদশে বেশ কিছু চোট থাকায় ওয়েন ও কনোলির মতো নতুনদের সুযোগ মিলেছে। কনোলিও দ্রুত ১১ রান করে দলকে এগিয়ে রাখেন। তবে এই ম্যাচে ব্যাটে-বলে সেরা ছিলেন ওয়েন, যার আত্মপ্রকাশ আন্তর্জাতিক ক্রিকেটে রূপকথার মতোই।

আগামী ম্যাচটি হবে বুধবার (২৩ জুলাই) ভোর ৬টায়, যেটি হতে যাচ্ছে আন্দ্রে রাসেলের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ।

আপনার জেলার সংবাদ পড়তে