ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড

স্পোর্টস প্রতিবেদক | প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ০৩:১৮ পিএম
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের আগে নির্ধারিত হয়ে গেল দুই ফাইনালিস্ট—দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। রোববার (২০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে প্রোটিয়াদের পাশাপাশি ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় কিউইদেরও, যারা এর আগে নিজেদের দুটি ম্যাচেই জয় পেয়েছিল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। পাওয়ার প্লে-তে তুলতে পারে মাত্র ২৯ রান, তাতে হারিয়ে ফেলে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট। ক্লাইভ মাডান্ডে ও অধিনায়ক সিকান্দার রাজা ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে রেখে দলের জন্য কিছুটা লড়াইয়ের পুঁজি গড়ে দেন ব্রায়ান বেনেট ও রায়ান বার্ল। চতুর্থ উইকেটে তারা গড়েন ৭৮ রানের জুটি। ৪৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন বেনেট, মারেন ৩টি ছক্কা ও ৭টি চার। অপরপ্রান্তে বার্ল ছিলেন অপরাজিত, ৩১ বলে ৩৬ রান করে।

তবে দলের মোট সংগ্রহ থেমে যায় মাত্র ১৪৪ রানে, যা সিরিজের প্রেক্ষাপটে ছিল স্পষ্টতই কম। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কর্বিন বশ ছিলেন সবচেয়ে সফল, ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

জবাবে রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকারও। দুই ওপেনার মাত্র ২২ রানে ফিরে যান। কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন অধিনায়ক রাসি ফন ডার ডাসেন ও রুবিন হারমান। তাদের দায়িত্বশীল ও ঝড়ো ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে নেন হারমান, খেলেন ৩৬ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস, যার মধ্যে ছিল ৪টি ছক্কা ও ৩টি চার। আর ফন ডার ডাসেন অপরাজিত থাকেন ৪১ বলে ৫২ রান করে। তাদের জুটিতে গড়ে ওঠে ১০৬ রানের অনবদ্য পার্টনারশিপ। ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

এই জয়ে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট দাঁড়ায় ৪, সমান পয়েন্ট নিউজিল্যান্ডেরও। জিম্বাবুয়ে তিন ম্যাচ খেলে কোনো জয় না পাওয়ায় ফাইনালের লড়াই থেকে ছিটকে পড়ে। বাকি দুই ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং বৃহস্পতিবার নিউজিল্যান্ড খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার (২৬ জুলাই)।

জিম্বাবুয়ের জন্য এই হার ছিল ঘরের মাঠে টানা তৃতীয়, যা তাদের আত্মবিশ্বাসে বড় আঘাত। অন্যদিকে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সংমিশ্রণে দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৪/৬ (মাধেভেরে ১৩, বেনেট ৬১, মাডান্ডে ৮, রাজা ৯, বার্ল ৩৬, মুসেকিওয়া ০, মুনিয়োঙ্গা ১, মাপোসা ৮; এনগিডি ৪-০-২৯-১, বার্গার ৪-০-২০-১, বশ ৪-০-১৬-২, পিটার ৩-০-২৭-১, লিন্ডা ৩-০-৩৩-০, সিমেলানে ২-০-১৪-০)

দক্ষিণ আফ্রিকা: ১৭.২ ওভারে ১৪৫/৩ (প্রিটোরিয়ার ৪, হেনড্রিকস ৬, ফন ডার ডাসেন ৫২, হারমান ৬৩, ব্রেভিস ১৩; এনগারাভা ৪-১-২১-১, মাপোসা ৪-০-৩৮-২, গুয়ান্ডু ৩.২-০-২৭-০, মাসাকাদজা ৩-০-২৫-০, রাজা ২-০-২৬-০, বার্ল ১-০-৭-০)

ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রুবিন হারমান