কাউখালীর রোকেয়া হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০২:৫৫ পিএম
কাউখালীর রোকেয়া হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে চাঞ্চল্যকর রোকেয়া বেগম হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে রাজধানীর দারুসসালাম থানার শশ্মানঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের সিটিআই ইউনিট।

গ্রেফতারকৃতরা হলেন মো. আব্দুস সোবহান আকন (৫০) এবং রাহেলা বেগম (৪২)। গত সোমবার (২১ জুলাই ২০২৫) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গত ২৮ মে ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ৮টার দিকে পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামে নিহত রোকেয়া বেগম তার স্বামীর জমিতে চাষাবাদ সংক্রান্ত বিষয়ে কথা বলতে গেলে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা লোহার রড ও শাবল দিয়ে পিছন থেকে নির্মমভাবে আঘাত করে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের মেয়ে নাসরিন আক্তার বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। কাউখালি থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান হোসেনের সার্বিক তত্বাবধানে মামলার তদন্তের দায়িত্ব থাক এসআই রাকিবের নেতৃত্বে ধারাবাহিক অভিযান চালানো হয়।

এর আগেও মামলার অন্যতম আসামি আলমগীরকে গত ৩জুন চট্টগ্রামের ভাটিয়ারী এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়।

কাউখালী থানার ওসি (তদন্ত) মো. সোলায়মান হোসেন জানান, রোকেয়া বেগম হত্যাকাণ্ডটি অত্যন্ত নিষ্ঠুর ও পূর্বপরিকল্পিত ছিল। এই মামলার সকল আসামিকে আইনের আওতায় আনার জন্য পুলিশ নিরলসভাবে কাজ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

আপনার জেলার সংবাদ পড়তে