রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে কোনো গাফিলতি হয়নি দাবি করে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, নিজ থেকে পদত্যাগের ইচ্ছা নেই। তবে সরকার (প্রধান উপদেষ্টা) যদি সরে যেতে বলেন, তাহলে চলে যাবো।
এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, “এমন সিদ্ধান্ত হুট করে নেওয়া সম্ভব নয়। প্রশ্নপত্র সংক্রান্ত বিষয় নিশ্চিত করেই স্থগিতাদেশ দেওয়া হয়, তাই কিছুটা সময় লেগেছে।” এখনো স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।
মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গে রফিকুল আবরার বলেন, “শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আমার পদত্যাগ সংক্রান্ত বিষয়ে আমি নিজ থেকে কোনো সিদ্ধান্ত নেব না। যদি সরকার মনে করে, এ ঘটনায় আমার পক্ষ থেকে কোনো ত্রুটি হয়েছে, তবে আমি দায়িত্ব আঁকড়ে ধরার পক্ষপাতী নই।
‘মাইলস্টোনের শিক্ষার্থীদের দাবিগুলো যুক্তিসংগত। প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই রাষ্ট্রের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন। আলাদাভাবে আমাদের থেকে কিছু বলা প্রয়োজন নেই’-উল্লেখ করেন তিনি।
যে অব্যস্থাপনা হয়েছে এরপর আপনার আর দায়িত্বে থাকা উচিত কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় রায় আপনারাই দিয়ে দিচ্ছেন। আমার এখানে দেওয়ার তেমন কিছু নেই। কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি। সেটাই বোঝাতে চেষ্টা করছি।’
শিক্ষা উপদেষ্টা আরও যোগ করে বলেন, “সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি জড়িত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সে উত্তর আমি দিতে পারবো না। নিজে থেকে (পদত্যাগ) করার কোন অভিপ্রায় নেই। এখানে আমার কাজের কোন ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমাকে নিয়ে কথা হয়েছে। তাও যদি মনে করা হয় এখানে ব্যত্যয় হয়েছিল। আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।”
উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে ঘটে যাওয়া যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে প্রথম ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা জানান। পরদিন মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ঘোষণা দেন ২৪ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।