জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ড. ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাস্থ্য উপদেষ্টা। তবুও বেতন-ভাতা ফেরত দিয়ে সাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে।দুর্ঘটনার দায়ভার বিমান বাহিনীকে নিতে হবে। এই বিমান শেখ হাসিনার সময় কেনা। শুনছি সাবেক বিমান বাহিনীর প্রধান ৩ হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। শেখ হাসিনার আমলে কি পরিমান দুর্নীতি করা হয়েছে তদন্ত করা হোক।
বুধবার (২৩ জুলাই ২০২৫) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ডে এনসিপির জেলা পর্যায় “দেশ গড়তে জুলাই পদযাত্রা”কর্মসূচির পথসভায় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বিমান দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীসহ নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে আরো বলেন, আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা চাই না। স্বাস্থ্য সেবা আইন-শৃঙ্খলা আগের মতনই। আপনারা দেখেছেন, গতকাল লাশের উপর দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদ আবার তারা রাজনীতি করার চেষ্টা করেছে।আমাদেরকে জুলাই অভ্যুত্থান ও বিমান দুর্ঘটনার শোককে শক্তিতে পরিণত করতে হবে।আওয়ামী লীগের অধ্যায় শেষ। তাদের ভবিষ্যৎ উত্থানের যেকোনো সম্ভাবনাকেও একদম নাই করে দিব। চাঁদপুরবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন,দল মত নির্বিশেষে আমাদেরকে ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নিতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একসাথে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করব।
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী তাঁর বক্তব্যে বলেন,আমরা চাঁদপুরের মধ্যে রাজনৈতিক কোন দলাদলির বিভেদ চাইনা। কিন্তু চাঁদপুরের মধ্যে কোন চাঁদাবাজ,সন্ত্রাস, বালুখেকোদেরও আমরা প্রশ্রয় দেবো না।
নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন,চাঁদপুরে আমার জন্ম, এই মাটিতে আমি শায়িত হব। কেউ যদি ষড়যন্ত্র করে আমাদেরকে বারবার হত্যা করতে খুন করতে আসে। ততবার আমরা জেগে উঠবো। বাংলাদেশে ফ্যাসিস্ট খুনি হাসিনার মত কোন স্বৈরাচার কায়েম করতে আমরা দিব না, ইনশাল্লাহ।
এর আগে বাংলাদেশের সিস্টেম সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়া পর্যন্ত এই সরকার যেন অন্য কিছু চিন্তা না করে সে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম। সকালে চাঁদপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেছেন।
সারজিস আলম বলেন, শহীদদের মায়েরা কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। নতুন আরেক জুলাই এসেছে। কিন্তু কোন দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি। জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনাসহ জড়িত সকলের বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের বিচার না করে অন্য কোন কিছু চিন্তা না করার জোর দাবি জানাচ্ছি।
এদিন কর্মসূচীর শুরুতে শহীদ পরিবারের সদস্যদের সাথে সার্কিট হাউজে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীর উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জুলাই আন্দোলনের নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারিয়ে তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন নেতৃবৃন্দের কাছে।
পরে ঢাকার বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সার্কিট হাউজ প্রাঙ্গণ হতে বাসস্ট্যান্ড পর্যন্ত শোক র্যালী করে নেতাকর্মীরা। এখানে পথসভা শেষে ঢাকায় বিমান দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী সহ নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এনসিপি চাঁদপুর সদর যুগ্ম সমন্বয়কারী মুফতি মাহমুদ হাসান।
জুলাই পদযাত্রা কর্মসূচির সভাপ্রধানের বক্তব্য রাখেন এনসিপি চাঁদপুর জেলা প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম। কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরো বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা সারমিন, কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব মো, মিরাজ মিয়া।
এনসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইভা,মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, যুব শক্তি কেন্দ্রীয় আহবায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব আরিফুল ইসলাম,সংগঠক জিসান আহমেদ, মেহেদী হাসান তানিম,ইসরাত জাহান বিন্দুসহ জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক র্যালি ও বাস স্ট্যান্ডের পথসভায় এনসিপি'র বিপুল সংখ্যক নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর শহর এলাকার কর্মসূচি শেষে দলের জ্যেষ্ঠ নেতারা সড়কপথে রওনা হন এবং হাজীগঞ্জে পৌঁছে এখানে শহীদ আজাদ চত্ত্বরের উদ্বোধন এবং সবশেষ শাহরাস্তির দোয়াভাঙ্গায় পদযাত্রা শেষে তারা চাঁদপুর হতে কুমিল্লার উদ্দ্যেশ্যে রওনা হন।
উল্লেখ্য,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।
‘ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্মরণ করতে আগামী ১ থেকে ৩০ জুলাই দেশের সব জেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।২১ জুলাই, ২০২৫ ইং তারিখে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনা এবং অসংখ্য প্রাণহানির ঘটনায় একদিন জুলাই পদযাত্রা কর্মসূচি স্থগিত রাখে এনসিপি।
২২ জুলাই রাষ্ট্রীয় শোক থাকায় তারা পূর্ব নির্ধারিত নোয়াখালী ফেনী লক্ষ্ণীপুরের কর্মসূচি স্থগিত রাখেন। একদিন পর ২৩ জুলাই চাঁদপুর থেকে পুনরায় শুরু হয় তাদের “দেশ গড়তে জুলাই পদযাত্রা”।