পীরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০৭:২৬ পিএম
পীরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রংপুরের পীরগঞ্জে ৩৬ ঁন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে  এ সংবর্ধনা দেয়া হয়। জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কীমের আওতায় দিনাজপুর বোর্ডের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরিক্ষার ফলাফলে উপজেলার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,পীরগঞ্জ সরকারী শাহ আব্দুর রউফ কলেজর অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবু বকর সিদ্দিক সরকার, বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন, কো-অর্ডিনেটর ছিলেন পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাকির হোসেন।  অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার যে ভাবে স্কুল পর্যায়ে পারফরমেন্স বেজড প্রণোদনা প্রদান করছে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসাহ সৃষ্টির পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভুমিকা রাখবে। এ জন্য পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা এমন উদ্যোগ নেয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিভাবক, সরকারি কর্মকর্তা-কর্মচারি,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাধ্যমিকের ১২ জন দাখিলের ৪ জন,উচ্চ মাধ্যমিকের ১৬ জন ও আলিমের ৪ জনসহ মোট নির্বাচিত ৩৬ জন কৃতি ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য,ইতিপূর্বে বর্ণিত শিক্ষার্থীরা নগদ ২৫ হাজার টাকার চেক দেয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে