দিনাজপুরের বিরলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিকভাবে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে ঘটনা স্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ২৩ জুলাই-২০২৫ বুধবার বিকালে দিনাজপুর -বোচাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের নওপাড়া-’ চৌধুরী ফিলিং স্টেশনের সামনে দূর্ঘটনাটি ঘটেছে। দূর্ঘটনায় নিহত মোটর সাইকেল আরোহী সোহেল রানা (৩৫) একই ইউনিয়নের ফুলবাড়ি-কাটিহারী গ্রামের বাবুল হক এর ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল আরোহী নিহত সোহেল বোচাগঞ্জ অভিমূখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দিনাজপুর অভিমুখে দ্রুত গতিতে আসা কাভার্ড ভ্যান নওপাড়া চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে আরোহী রাস্তায় পড়ে যায়। বিপরীত দিক থেকে ছূটে আসা কাভার্ড ভ্যান মোটরসাইকেল আরোহীকে বাঁচানোর চেষ্টার পরও মোটর সাইকেল আরোহী সোহেল রানা (৩৫) কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে ঘটনা-’লেই মারা যান।
ঢাকা মেট্রো-ম-১১-৬২৮২ কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে সামনের অংশে বসে থাকা চালকের সহকারী চাপা পড়ে গেলে স্থানীয়রা ছুটে এসে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে বিরল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে রা-্তার যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।