খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি জখম

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০৮:১১ পিএম
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি জখম

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে টিটু (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেল ৫ টার দিকে নগরীর খান এ সবুর রোডে খুলনা ব্রাদার্স ক্লাবের বিপরীতে ফাকা মাঠে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বিকেল ৫ টার দিকে খুলনা ব্রাদার্স ক্লাবের বিপরীতে একটি ফাকা মাঠে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল টিটু। এ সময়ে কতিপয় দুর্বৃত্ত ওই ফাকা মাঠের চায়ের দোকানের পাশে মাদক সেবন করছিল। মাদক সেবনকারীরা হঠাৎ টিটুর ওপর চাড়াও হয় এবং তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাদক সেবনকারীর কাছে থাকা ধারালো অস্ত্রদিয়ে টিটুর শরীরের বিভিন্নস্থানে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য টিটুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বাক বিতন্ডার একপর্যায়ে মাদক সেবনকারীরা টিটুকে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার হাতের দু’টি স্থানে ক্ষত হয়েছে। আহত টিটু শঙ্কামুক্ত। হামলাকারীদের আটকে অভিযান চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে