১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা রাসেল শরীফকে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষনা করেছেন আদালতের বিচারক। বুধবার (২৩ জুলাই) শেষকার্যদিবসে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, দন্ডপ্রাপ্ত রাসেল শরীফ (৩৫) বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন এলাকার আলী শরীফের ছেলে। এছাড়াও সে (রাসেল) বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সদস্য। সূত্রে আরও জানা গেছে, ২০১৫ সালের ৭ নভেম্বর সকালে ভুক্তভোগী শিশুকে ধর্ষণ করে রাসেল। এ ঘটনায় রাসেলকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে বরিশাল বন্দর থানার সাব ইন্সপেক্টর ২০১৬ সালের ১ জানুয়ারি আদালতে চার্জশিট প্রদান করেন। পরে আদালতের বিচারক আট জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রাসেলকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।