শিক্ষক সংকট নিরসনসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচির পর বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
কলেজ ক্যাম্পাসের সামনে বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা কুশপুত্তলিকা দাহ করে। এসময় শিক্ষার্থীরা আগামী সপ্তাহ থেকে আরো কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারী দিয়েছেন। এরপূর্ব ২৩ জুলাই বেলা ১২ টায় কলেজের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণার পর বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের দাবির কথা তুলে ধরেন এবং দাবি আদায়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন শ্লোগান দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, ১৯ বছর ধরে এসব দাবি আদায়ের লক্ষ্যে সাবেক ও বর্তমান শিক্ষার্র্থীরা আন্দোলন করে আসলেও অবস্থার কোন পরিবর্তন ঘটছে না। তাই এবারেও গত তিনদিন ধরে দাবি আদায়ের জন্য তারা আন্দোলনে নামা সত্বেও কর্তৃপক্ষের টনক নরছে না। শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে ক্যাম্পাসের আন্দোলন রাজপথে যাবে।