শ্রীমঙ্গলের ভুজপুর ব্লকের কৃষকদের সাথে কৃষি অধিদপ্তরের সভা

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৪:১৯ পিএম
শ্রীমঙ্গলের ভুজপুর ব্লকের কৃষকদের সাথে কৃষি অধিদপ্তরের সভা

চলমান মৌসুমে আমন ধানের আবাদ বৃদ্ধি ও আগামী রবি মৌসুমে তেল ফসল, ভুট্টা, গমসহ অন্যান্য ফসলের আবাদ বৃদ্ধি এবং সমন্বিত কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ভুজপুর ব্লকে শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের আয়োজনে আশিদ্রোন আইয়ুব মার্কেটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর।

আরো উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান, রহি দেব রায়, সেলিম হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার আশীদ্রোন ইউনিয়নের ভূজপুর ব্লকের প্রায় দুই শতাধিক কৃষক অংশগ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে