সুজানগরের পদ্মা নদীতে কুমির আতঙ্ক

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৪:৪৬ পিএম
সুজানগরের পদ্মা নদীতে কুমির আতঙ্ক

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কুমির ভাসতে দেখা গেছে। এতে পদ্মাপাড়ের বাসিন্দাদের মধ্যে কুমির আতঙ্ক দেখা দিয়েছে।উপজেলার চরভবানীপুর গ্রামের বাসিন্দা দবির উদ্দিন শেখ জানান, গত ৫/৭দিন হলো পদ্মা নদীর চরমানিকদীর মাদারতলা এলাকায় মাঝেমধ্যেই বিশাল আকৃতির একটি কুমির ভেসে উঠতে দেখা যাচ্ছে। কুমিরটি হয়তো সমূদ্র এলাকা থেকে পদ্মা নদীর ওই এলাকায় এসে খাবার সন্ধান করছে। নদীতে আরো কুমির থাকতে পারে বলেও একই গ্রামের বাদশা শেখ জানান। এদিকে পদ্মা নদীর ওই এলাকায় কুমিরটি ভাসতে দেখার পর থেকে পদ্মাপাড়ের  বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় কৃষকেরা কুমিরের কারণে তাদের গরু-ছাগল ঘাস খাওয়ানোর জন্য পদ্মা নদীর চরাঞ্চলের ওই এলাকায় নিতে ভয় পাচ্ছে। বিশেষ করে এলাকার মৎস্যজীবীরা কুমিরের ভয়ে পদ্মা নদীর চরমানিকদীর এলাকায় মাছ ধরতে যেতে না পারায় বিপাকে পড়েছেন বলে স্থানীয় মৎস্যজীবী সোহরাব আলী জানান। পদ্মাপাড়ের বাসিন্দারা কুমিরটি ধরার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জামান বলেন এ ব্যাপারে বনবিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

আপনার জেলার সংবাদ পড়তে