শার্শায় চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) :
| আপডেট: ২৪ জুলাই, ২০২৫, ০৭:০০ পিএম | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৭:০০ পিএম
শার্শায় চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আব্দুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্প্রতিবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

এর আগে বুধবার (২৩ জুলাই)  আব্দুর রহমানকে আটক করে পুলিশ। বুধবার রাতে রিজভীর বাবা বাদী হয়ে শার্শা থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

মামলায় তিনি উল্লেখ করেন- ২১ জুলাই রাতে তার ছেলে মাসুদ পাভেজ রিজভী কলেজ রোড দিয়ে বাজারে যাওয়ার পথে চায়ের দোকানের সামনে অভিযুক্ত আব্দুর রহমানসহ ৮ু১০ জন যুবক তার পথ গতিরোধ করে।তারা রিজভীকে বলে তার বাবা বড় ব্যবসায়ী হওয়ায় তাকে তিন লাখ টাকা চাঁদা দিতে হবে। তা না হলে বাবা-ছেলেকে যেখানেই পাওয়া যাবে সেখানেই মারধর করা হবে। এসময় রিজভী প্রতিবাদ করলে আব্দুর রহমান ও তার লোকজন রিজভীকে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আব্দুর রহমানের বিরুদ্ধে এর আগেও মাদক সেবন, চাঁদাবাজি ও ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আজ দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।