কুড়িগ্রামের রাজারহাটে কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক-শিক্ষিকাগণ মানববন্ধন করে ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্বারকলিপি দিয়েছেন। বৃহস্পতিবার(২৪জুলাই) দুপুরে পঞ্চমশ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনের সুযোগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত পরিপত্র বাতিলের দাবীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজারহাট উপজেলা শাখা উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় মানব বন্ধনে বক্তব্য রাখেন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহকারী শিক্ষা সচিব মো. রেজাউল করিম, কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মো. আ. সালাম, সোসাইটির রাজারহাট শাখার সভাপতি আ. মতিন, সদস্য সচিব মো. মমিনুল ইসলাম, রাজারহাট কিন্ডার গার্টেনের শিক্ষক মো. বাদশা মিয়া, শিশু নিকেতন রাজারহাট এর প্রশাসনিক কর্মকর্তা সাহেদুল ইসলাম, শিক্ষক হাওয়া খাতুন প্রমূখ। মানববন্ধনে শতাধিক কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেন।