বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবল কিংবদন্তি জাভি হার্নান্দেজ ভারতের জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। যদিও ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) তাঁর সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি। ফলে কোচ হওয়ার ইচ্ছা থাকলেও সেই সুযোগ তিনি পাননি।
স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ও বার্সেলোনার সাবেক কোচ জাভি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “আমি এক সময় ভারতের কোচ হতে চেয়েছিলাম। ভারতের ফুটবল কাঠামোর উন্নয়ন এবং বাজারের সম্ভাবনা আমাকে আগ্রহী করেছিল।”
জাভি জানান, তিনি চেয়েছিলেন ভারতের ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে। তবে ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো প্রস্তাব না আসায় বিষয়টি আর এগোয়নি।
এদিকে ভারতের ফুটবল দল ২০১৯ সাল থেকে ক্রোয়াট কোচ ইগর স্টিমাচের অধীনে খেলছে। তার কোচিংয়ে ভারতের সাফল্য সীমিত হলেও সাম্প্রতিক সময়ে কিছু উন্নতির আভাস পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে জাভির কোচ হওয়ার ইচ্ছা নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্বকাপজয়ী সাবেক খেলোয়াড়রা এখন কোচিংয়ে যুক্ত হচ্ছেন। অনেকেই ইউরোপীয় বড় ক্লাবের পাশাপাশি এশিয়ান বা মধ্যপ্রাচ্যের দেশেও কাজ করছেন। জাভির মতো তারকার ভারত নিয়ে আগ্রহ এ অঞ্চলের ফুটবলের জন্য বড় বার্তা হতে পারত।