আনন্দ আর উদ্দীপনার মধ্য দিয়ে নাসিরনগর উপজেলা ইলেকট্রিশিয়ান এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল ৯ টায় নাসিরনগর থেকে রওয়ানা হয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও চায়ের রাজ্য খ্যাত মৌলভীবাজার জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ শেষে সন্ধ্যায় নাসিরনগর ফিরে এই আনন্দ ভ্রমণের ইতি ঘটে। এর আগে সকালে নাসিরনগর নাবিল ইলেকট্রিকের সামনে থেকে বাইক যোগে সকল সদস্যবৃন্দরা মৌলভীবাজার জেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান ও বধ্যভূমি’৭১ এবং শ্রীমঙ্গল চা বাগান, রাবার বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সড়কের দু’পাশ আকাঁবাকাঁ সড়ক পাড়ি দিয়ে একের পর এক বাইক গুলো ছুটে চলে চায়ের রাজ্যে। দুপুর ১২টার দিকে জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ও ধ্যভূমি’৭১ এবং শ্রীমঙ্গল চা বাগান, রাবার বাগানসহ গ্যান্ড সুলতান ভ্রমণ করেন তারা।
শ্রীমঙ্গল শহরটা ছোট্ট, তবে বেশ গোছানো। এই শহরের সব স্থাপনার মধ্যেই নান্দনিকতার ছাপ। শহরের বেশির ভাগ জুড়েই রয়েছে চা-বাগান। যেদিকেই দুচোখ জুড়ে যায় শুধু চায়ের বাগান। যা দেখলে চোখ জুড়ে খেলে যাবে এক অপরূপ সুন্দর ও সবুজের সমারোহ। তাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ বাইক নিয়ে ঘুরে বেড়ান শ্রীমঙ্গলের আকর্ষণীয় চা বাগানে। দিনব্যাপী আনন্দ ভ্রমণে ব্রাহ্মণবাড়িয়া জেলা ইলেকট্রিশিয়ান এসোসিয়েশনের সভাপতি দিলীপ সরকার, উপজেলা ইলেকট্রিশিয়ান এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির প্রধান উপদেষ্টা সৈয়দ মুস্তাক মাহমুদ দীপু,সভাপতি খ. ম. জামাল হোসেন,সহ-সভাপতি মনির আহমেদ,সাধারণ সম্পাদক আবদুর রহিম,যুগ্ম সাধারণ সাধারণ আবদুল রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহ আলম,প্রচার সম্পাদক মুক্তার মিয়া,অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুব মিয়া,সদস্য মোবারক হোসেন অসি,পাবেল মাহমুদ । আর আনন্দ উপভোগ করতে তাদের সাথে ছিলেন সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া,ওয়ারিং ইন্সপেক্টর রাজীব খানসহ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।