খুলনার ছাতা তৈরির কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ড

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০৭:৫৯ পিএম
খুলনার ছাতা তৈরির কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ড

খুলনা মহানগরীর মির্জাপুর এলাকায় মধ্যরাতে একটি ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত দেড়টার দিকে নগরীর বড় মির্জাপুর এলাকার পাঁচতলা বিল্ডিংয়ের ৩ তলায় আব্দুর রহমানের মালিকানাধীন রহমান ছাতা কম্পানির কারখানায় আগুন লাগে। আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ৮টি ইউনিট সেখানে গিয়ে ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে স্থানীয়রা জানান।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যায়। পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর থেকে আরো ৫টি ইউনিট যোগ দেয়। রাত সাড়ে ৩ টার দিকে আরো একটি ইউনিট অর্থাৎ মোট ৮টি ইউনিট চেষ্টা করে। আগুন লাগার কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলেও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে ভোর পৌনে ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আগুনে দুটি বিল্ডিংয়ের ৫টি তলা পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী জানা যায়। প্রথম ৫ তলা বিল্ডিংটির ৩ তলা ও ৪ তলা এবং পার্শ্ববর্তী একটি ৫ তলা বিল্ডিংয়ের ৩, ৪ ও ৫ তলা পুড়ে গেছে। সেখানে রহমান ছাতা কম্পানির কারখানার পাশাপাশি গোডাউনও ছিল।

আপনার জেলার সংবাদ পড়তে