অনেকদিন ধরেই নতুন সিনেমার খবর দিচ্ছেন না জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। মাঝে লম্বা সময় বিদেশে কাটিয়েছেন। নিয়মিত সেখানকার ছবি পোস্ট করেছেন তার সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তবে এখন এই অভিনেত্রী দেশেই আছেন। গতকাল শনিবার তিনি যে ছবিগুলো ফেসবুকে পোস্ট করেছেন তা যেন বিদেশি আমেজ দিচ্ছে। ফারিয়ার ওয়েস্টার্ন ধাচের খোলামেলা পোশাকের ছবিগুলো যেন শীতের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে নেট দুনিয়ায়! ছবিগুলোর ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘এলোমেলো চুল, চকচকে চাহুনি- সবমিলিয়ে আমি জানি, আমি দুর্দান্ত।’ বর্তমানে দুই বাংলার জনপ্রিয় নায়িকা হলেও উপস্থাপিকা হিসেবে ফারিয়ার ক্যারিয়ার শুরু। গায়িকা পরিচয়েও আলোচনায় আসেন তিনি। অভিনয় থেকে বেশ কিছুটা সময় দূরে থাকলে নতুন বছরে নতুন উদ্যমে শুরু করার প্রত্যয় ব্যস্ত করেছেন ফারিয়া। নতুন বছর নতুন সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। ফারিয়া বলেন, ‘বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অচিরেই আমার নতুন একটি সিনেমার ঘোষণা আসবে। এটি হতে যাচ্ছে বড় ক্যানভাসের সিনেমা। অনেকদিন পর আমার দর্শক চমৎকার একটি গল্পের কাজ পেতে যাচ্ছে। এমন গল্পে আগে কখনো আমাকে দেখা যায়নি।’ এছাড়া ফুয়াদ আল মুক্তাদির মুজা ও মমির সঙ্গে ফারিয়ার তিনটি নতুন গান আসবে নতুন বছর। কাজের পাশাপাশি আবার পড়ালেখায় মন দিতে চান তিনি। এল.এল.এম পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু নতুন বছর থেকে শুরু করবেন। ফারিয়া বলেন, ‘চলতি বছর ভালো-মন্দ মিলিয়ে কেটেছে। তবে নতুন বছরে ইতিবাচক একটি বাংলাদেশ দেখতে চাই। নতুন বছরে সবার মঙ্গল কামনা করছি। বিগত বছরের সব অশুভকে পেছনে ফেলে জীবনকে সবাই নতুনভাবে রাঙাবেন, এটাই প্রত্যাশা। সেই সঙ্গে নিজের জন্য ভালো কিছু প্রত্যাশা করছি। নতুন বছরে নতুন চমক জানাতে পারব আশা করছি।’